চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতি ইকরাম, সম্পাদক মকবুল

সৈয়দ মোহাম্মদ ইকরাম ও মো. মকবুল হোসেন
সৈয়দ মোহাম্মদ ইকরাম ও মো. মকবুল হোসেন  © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কর্মকর্তা সমিতির ২০২৫-২৬ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন শেষ হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কর্মকর্তা সমিতির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। 

এতে সভাপতি পদে সৈয়দ মোহাম্মদ ইকরাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মকবুল হোসেন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি পদে সৈয়দ মো. জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক-সম্পাদক মো. মিরাজুল ইসলাম, অর্থ-সম্পাদক হয়েছেন মো. নাঈমউর রহমান।

ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. ইয়াসির আরাফাত, দপ্তর-সম্পাদক মোহাম্মদ নুর নেওয়াজ, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জিয়া উদ্দীন জিয়া, মহিলা বিষয়ক সম্পাদক সাবিহা সুলতানা জিমু এবং কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ আব্দুল খালেক সরকার, মোহাম্মদ ইউছুপ, মোহাম্মদ সওকত হায়াত ওসমানী, মোহাম্মদ হারুন ও মো. আনিসুজ্জামান খান নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন: শস্যবিন্যাস পদ্ধতিতে এক জমিতে তিন ফসলের চাষ, ভাগ্য খুলছে চরাঞ্চলের কৃষকের

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন কম্পট্রোলার মো. সফিকুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন ডেপুটি রেজিস্ট্রার নাজনীন আক্তার। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী সাগর তালুকদার ও প্রোগ্রামার মো. নূর উদ্দীন চৌধুরী।


সর্বশেষ সংবাদ