কুয়েটের হামলায় জড়িত যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের দ্রুত গ্রেফতারের দাবি

কুয়েটের হামলায় জড়িত যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের দ্রুত গ্রেফতারের দাবি
কুয়েটের হামলায় জড়িত যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের দ্রুত গ্রেফতারের দাবি  © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থীর ওপর হামলায় জড়িত যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কুয়েট অ্যালামনাই ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের অ্যালামনাইরা বলেন, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে কতিপয় বহিরাগত ছাত্রদল-যুবদল সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঢুকে দেশীয় অস্ত্র ব্যবহার করে শতাধিক ছাত্র-ছাত্রীকে আহত করে যা, বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নজিরবিহীন ঘটনা। এই কতিপয় সন্ত্রাসীদের ইতোমধ্যে সোশাল মিডিয়ার বরাতে চিহ্নিত হয়েছে।

‘‘তবে ৭২ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও কোন প্রকার চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের তৎপরতা আমরা দেখতে পাইনি। এ অবস্থায় আমরা, কুয়েট সাবেক শিক্ষার্থীরা আমাদের অনুজদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং সংশয় প্রকাশ করছি। সুস্পষ্ট আমরা ঘটনার শুরু থেকে, আমরা কুয়েট প্রশাসনের সিদ্ধান্তহীনতা এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের ব্যাপারে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগের দুর্বলতা হিসেবে দেখছি।’’

মানববন্ধনে বলা হয়, কুয়েট প্রশাসনের ব্যর্থতা দায় স্বীকার এবং সাধারণ শিক্ষার্থীর উপর বহিরাগত যুবদল-ছাত্রদলের সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে। পাশাপাশি চলমান ছাত্র-ছাত্রীদের দাবিকে সঠিকভাবে প্রক্রিয়াধীন করে সুষ্ঠু আলোচনা সাপেক্ষে ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ব্যাপারে আকুল আবেদন জানাচ্ছি।


সর্বশেষ সংবাদ