জাবিপ্রবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- জাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০২ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০২ PM

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। এরপর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন।
প্রভাতফেরি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রধান গেট ঘুরে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন হলের প্রভোস্ট, হাউজ টিউটর ও শিক্ষার্থীরা। জাবিপ্রবি সাংবাদিক সমিতি ও পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।
পরে প্রশাসনিক ভবনের লবিতে আলোচনা সভার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
আলোচনা সভায় বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষা ও বাংলা ভাষার বিশ্বময় বিস্তারের গুরুত্ব তুলে ধরেন। তারা ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস স্মরণ করে নতুন প্রজন্মকে মাতৃভাষার প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
২১ ফেব্রুয়ারি উপলক্ষে প্রকাশিত দেয়ালিকায় শিক্ষার্থীদের লেখা কবিতা স্থান পায়। দিনটির সমাপ্তি টানা হয় ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ও নূরুন্নাহার বেগম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মৌসুমী আক্তারের সঞ্চালনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে, যেখানে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।