যবিপ্রবিতে বহিষ্কৃত শিক্ষক-কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে উচ্চতর কমিটি গঠন
- যবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM

অনিয়ম ও দুর্নীতির দায়ে সাময়িক বহিষ্কৃত আওয়ামী লীগপন্থী দুই অধ্যাপক ও দুই কর্মকর্তার দুর্নীতি তদন্তে ছয় সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৪তম সভায় এ তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুনকে আহ্বায়ক ও উপ-রেজিস্ট্রার মো. ইমদাদুল হককে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্স রিসার্চ সেন্টারের কাউন্সিলর মেম্বার ও যবিপ্রবি রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও রিজেন্ট বোর্ড সদস্য ড. মো. আলতাফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য ড. মো. ওমর ফারুক ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ইঞ্জিনিয়ার ড. আমজাদ হোসেন।
আরও পড়ুন: পদোন্নতি পাচ্ছেন ঢাবির আওয়ামীপন্থী বিতর্কিত কর্মকর্তা শারমিন?
১০৪তম রিজেন্ট বোর্ডের সভায় বহিষ্কৃত শিক্ষক-কর্মকর্তারা হলেন নীল দলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবির জাহিদ, নীল দলের যুগ্ম আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ গালিব এবং যশোর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও ড. এম এ ওয়াজেদ মিয়া উচ্চশিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের টেকনিক্যাল ও রিসার্চ অফিসার মো. হেলালুল ইসলাম।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক আইন সম্পাদক ও রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার সাইফুর রহমান ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় পুলিশ আটক (গত বছরের ১০ নভেম্বর) করলে তাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।