বুয়েটের সিন্ডিকেট থেকে বঙ্গমাতা হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)  © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিন্ডিকেট সভায় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে ‘স্বাধীনতা হল’ করার সিদ্ধান্ত নিয়েছে। 

আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) এবং সিন্ডিকেটের সেক্রেটারী অধ্যাপক ড. এন, এম, গোলাম জাকারিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

আদেশে বলা হয়েছে, গত ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৯তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী বুয়েটের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে ‘স্বাধীনতা হল’ করা হলো।

এর আগে গতকাল ৫ ফেব্রুয়ারি (বুধবার) অনুষ্ঠিত বুয়েট সিন্ডিকেটের ৫৪৯তম অধিবেশনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরিবর্তন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিন্ডিকেটের এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে এবং নতুন নাম অনুযায়ী হলের সাইনবোর্ড ও নথিপত্র সংশোধন করা হবে।


সর্বশেষ সংবাদ