মাভাবিপ্রবিতে শিক্ষকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ‘শিক্ষাদান-শিখন ও মূল্যায়ন: পদ্ধতি ও কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
মাভাবিপ্রবিতে ‘শিক্ষাদান-শিখন ও মূল্যায়ন: পদ্ধতি ও কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে  © টিডিসি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অভ্যন্তরীণ গুণগত নিশ্চয়তা কক্ষের (আইকিউএসি) উদ্যোগে ‘শিক্ষাদান-শিখন ও মূল্যায়ন: পদ্ধতি ও কৌশল’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সেমিনার হলে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে যুক্ত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মতিউর রহমান।

অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘আমরা এমন এক যুগে বাস করছি, যেখানে জ্ঞান ও প্রযুক্তির দ্রুত পরিবর্তন আমাদের শিক্ষাব্যবস্থাকে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করছে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে আধুনিক ও কার্যকর শিক্ষাদান, শিখন এবং মূল্যায়ন পদ্ধতি গ্রহণ করা জরুরি। এ কর্মশালার মূল লক্ষ্যই হলো শিক্ষাদান ও মূল্যায়নের বিভিন্ন আধুনিক কৌশল নিয়ে আলোচনা করা, যা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আরও পড়ুন: বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেলেন রাবির তিন শিক্ষার্থী

তিনি আরও বলেন, ‘একজন শিক্ষকের প্রধান দায়িত্ব শুধু পাঠদান নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং গবেষণার মানসিকতা তৈরি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য আমাদের পাঠদানের পদ্ধতিতে নতুন নতুন প্রযুক্তি ও কৌশল যুক্ত করতে হবে, যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত থেকে শিখতে পারে।’

শুধু পরীক্ষানির্ভর মূল্যায়নের পরিবর্তে ধারাবাহিক মূল্যায়ন, প্রকল্পভিত্তিক শেখা ও সমস্যাভিত্তিক শিক্ষণ পদ্ধতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা বলেন, কার্যকর মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা পরিমাপের জন্য অপরিহার্য, যা শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে সহায়ক হবে।

কর্মশালায় লাইফ সায়েন্স অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পিএসএসির সদস্য ও প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের কোর্স শিক্ষকরা অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ