আ.লীগপন্থী বিচারপতিদের অপসারণের দাবিতে মাভাবিপ্রবিতে মানববন্ধন
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০২:০৯ PM

আওয়ামী লীগ পন্থী বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
বুধবার দুপুর সাড়ে ১২টা বিভিন্ন হল থেকেই তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সামনে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে স্লোগান দিতে দিতে হল চত্বরে আসেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘ফ্যাসিবাদের দালালেরা, হুশিয়ার সাবধান’, ‘আওয়ামী লীগের দালালীরা, হুশিয়ার সাবধান’, ‘খুনি হাসিনার দালালেরা হুশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের ঠাঁই নাই আমার সোনার বাংলায়’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী মনিরুল ইসলাম বলেন, ‘জুলাই আগস্ট মাসে আমাদের যে আন্দোলন ছিল, সেটা ছিল মূলত স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগের আন্দোলন, শেখ হাসিনাকে বিতাড়িত করা হলো। ৫ আগস্ট আমরা সে আন্দোলনের সফল হয়েছি। ইতিমধ্যে বিভিন্ন সেক্টরের দুর্নীতির খাতগুলো আমরা চিহ্নিত করেছি এবং সেগুলো মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছাতে পেরেছি।’
আরও পড়ুন: মাভাবিপ্রবির নতুন উপাচার্য ঢাবি অধ্যাপক আনোয়ারুল আজীম
মনিরুল ইসলাম আরও বলেন, ‘আমরা দেখতে পারছি, হাইকোর্টের অনেক আইনজীবী স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে এখনো স্লোগান দেয়। এখনো কীভাবে তারা এই স্লোগান দিতে পারে? আজকে আমাদের কর্মসূচি ছিল হাইকোর্ট ঘেরাও আন্দোলন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্ররা দৃঢ়ভাবে বলতে চাই, সারজিস ও হাসনাত আবদুল্লাহর যে আন্দোলন ছিল, সেই আন্দোলন সঙ্গে আমরা একাত্মতা পোষণ করছি। ভবিষ্যতেও এমন কেউ যদি স্বৈরাচারীর পক্ষে মাথা চাড়া দিয়ে ওঠে, তখন যত দিন স্বৈরাচারীর বিরুদ্ধে মাঠে থাকা দরকার তত দিন মাঠে থাকব।’
আরেক শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, ‘৫ আগস্ট অনেক শহীদদের রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীনতা অর্জন করেছি, অনেক ভাইবোন এই যুদ্ধে তাদের অঙ্গ হারিয়েছে, তাজা প্রাণ ঢেলে দিয়েছে রাজপথে। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য সৈরাচারের দালালেরা নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা গত দিন দেখলাম, হাইকোর্টে স্বৈরাচারের কিছু দালাল আইনজীবী স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে স্লোগানসহ বিভিন্ন তৎপরতা চালানোর চেষ্টা করছে। আমরা তাদের দৃঢ়ভাবে বলতে চাই, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্ররা সব সময় সোচ্চার আছি। এ রকম দালাল দেরকে আমরা যেখানে দেখব সেখানেই প্রতিবাদ করবো এবং প্রতিহত করব।’