ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ফাইনালে আইইউটি

  © সংগৃহীত

গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মার্স রোভার টিম প্রজেক্ট আলতাইর ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ (ইআরসি) ২০২৪–এর ফাইনালে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জে এবারের কোয়ালিফায়ারে প্রজেক্ট আলতাইর ২৩তম স্থান অর্জন করে। এ ছাড়া বাংলাদেশে প্রথম ও এশিয়ায় তৃতীয় স্থান লাভ করে। প্রজেক্ট আলতাইর–এর পরবর্তী লক্ষ্য পোল্যান্ড জয় করা।

বিশ্বের ২৩টি দেশের ৬৯টি দলের মধ্য থেকে ২৭টি দল ফাইনালের জন্য নির্বাচিত হয়। প্রজেক্ট আলতাইর বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম তুলে ধরা এবারই প্রথম নয়। এর আগে ভারতের ইন্টারন্যাশনাল রোভার চ্যালেঞ্জে বেস্ট সায়েন্স টাস্ক অ্যাওয়ার্ডে ষষ্ঠ স্থান লাভ করে। ভবিষ্যতে চূড়ান্ত সাফল্য অর্জনের লক্ষ্যে প্রজেক্ট আলতাইর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আইইউটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও এই দলের সিনিয়র সদস্য মো. ইমন জানান, তুলনামূলকভাবে নতুন দল হওয়া সত্ত্বেও এবার আমরা বড় কিছু অর্জন করার লক্ষ্য রাখি। যথাযথ সাহায্য পেলে দেশের জন্য কিছু নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ।


সর্বশেষ সংবাদ