প্রাথমিক ভর্তি শেষে শাবিপ্রবিতে যত আসন ফাঁকা 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গুচ্ছভুক্ত) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকা থেকে প্রথম ধাপে শেষ হয়েছে। প্রথম ধাপের ভর্তি শেষে প্রায় সাড়ে তিনশ’ আসন ফাঁকা রয়েছে।

শনিবার ( ৮ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ও স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরফিন খান।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছের ৩টি ইউনিটে শাবিপ্রবিতে ১ হাজার ৬৭১টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ৮৪২টি। এতে প্রথম মেধাতালিকা থেকে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করেছেন এক হাজার ৩২৩ জন। সে হিসেবে এখনও আসন খালি রয়েছে ৩৪৮টি।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৬ ফেব্রুয়ারি। এবার গুচ্ছের অধিভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি নির্ধারণ করা হয় ৫০০ টাকা। একবার আবেদনের মাধ্যমে একজন শিক্ষার্থী একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে আবেদন করার সুযোগ পান।

 

সর্বশেষ সংবাদ