সিকৃবিতে কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলা
- সিকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৭:৪৮ AM , আপডেট: ১৩ মে ২০২৪, ০৭:৫৮ AM
আধুনিক কৃষির সাথে পরিচয় করিয়ে দিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ মে ) সকাল দশটায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ফার্ম মেশিনারি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মো. জামাল উদ্দিন ভূঞা প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠান উদ্বোধন করেন।
অনুষ্ঠানে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূইয়া, সেমিনারের মুখ্য আলোচক হিসেবে বিস্তারিত আলোকপাত করেন ড. মো. নূরুল আমিন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (এফএমপিই বিভাগ) ও প্রকল্প পরিচালক (এফএমডিপি)। এসময় তিনি বারির বিভিন্ন গবেষণা কার্যক্রম ও একই সাথে কৃষি যন্ত্রপাতি প্রতিভা উদ্ভাবন প্রজেক্টে অংশগ্রহণ ও বিভিন্ন পুরস্কারের কথা তুলে ধরেন।
সেমিনার শেষে অতিথিবৃন্দসহ অংশগ্রহণকারী সকল শিক্ষক-শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নীচ তলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) কর্তৃক উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি প্রদর্শনী মেলা পরিদর্শন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, কৃষি প্রযুক্তি উদ্ভাবনের এখনই সুবর্ণ সুযোগ। কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষকদের খরচ কমে, উৎপাদনশীলতা বাড়ে, হারবেস্টিং করতে সুবিধা হয় ও অপচয় কম হয়। তিনি কম্বাইন্ড ইন্জিনিয়ার তৈরি করার প্রস্তাব তুলে বলেন কম্বাইন্ড ইঞ্জিনিয়ার তৈরি হলে রাষ্ট্র, কোম্পানি, ইন্জিনিয়ার ও কৃষক সকলেই উপকৃত হবে।
তিনি বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি কৃষি প্রযুক্তি উদ্ভাবন করে, তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। এছাড়াও তিনি বিদেশ থেকে কৃষি যন্ত্রপাতি আমদানি না করে কৃষি প্রকৌশলী দ্বারা কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন, কৃষক পর্যায়ে যথাযথ ব্যবহার নিশ্চিত ও মাঠ পর্যায়ে কৃষি প্রকৌশলীদের জন্য চাকরির ক্ষেত্র তৈরি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।"
অনুষ্ঠানের সভাপতি কৃষি প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলতাফ হোসেন বলেন, ‘কৃষি প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদ কৃষি প্রকৌশলী তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কৃষি প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহ দিয়ে যাচ্ছে। ভবিষ্যতে কৃষি প্রযুক্তি বাংলাদেশের কৃষি খাতে বিপ্লব ঘটাবে ও দেশের উন্নয়নে অবদান রাখবে।’
উল্লেখ্য, কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলাটি ১২ ও ১৩ মে ২০২৪ দুইদিন ব্যাপী কৃষির নতুন উদ্ভাবিত যন্ত্রপাতি প্রদর্শন করা হবে