‘বিদেশে উচ্চশিক্ষার মাধ্যমে দেশের উন্নয়নেও ভূমিকা রাখা যায়’
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৭ PM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৭ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন বলেছেন, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশের উন্নয়নেও ভূমিকা রাখা যায়।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগিয়ে বিশ্বের বুকে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে কাজ করা করতে হবে। এসময় তিনি উচ্চশিক্ষা বিষয়ক যুগোপযোগী সেমিনার আয়োজন করার সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ে ‘রিসার্চ ক্যারিয়ার অপরচুনিটিজ এন্ড পাথওয়েজ ফর হায়ার স্টাডিজ ইন অ্যাব্রড’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ক্লাব অফ এইচএসটিই।
সেমিনারে ইইই ক্লাব অফ এইচএসটিইউর সভাপতি ও ইইই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ইসিই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মো. মেহেদী ইসলাম। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার উলংগং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ড. রবিউল ইসলাম।
অনুষ্ঠানের মূল আলোচক ড. রবিউল ইসলাম বিদেশে উচ্চশিক্ষার গুরুত্ব, পদ্ধতি, গবেষণার কৌশল, গবেষণার জন্য উপযুক্ত বিশ্ববিদ্যালয়, যথাযথ দেশ ও প্রফেসর অনুসন্ধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।