বশেফমুবিপ্রবিতে ফিশারিজ বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

  © টিডিসি ফটো

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) চতুর্থ শিল্পবিপ্লবে ফিশারিজ গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ক্যাম্পাস চত্বরে 'ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলোশন (ফোরআইআর): স্মার্ট ক্যারিয়ার অপরচুনিটিজ  অ্যান্ড চ্যালেঞ্জেস ফর ফিশারিজ গ্র্যাজুয়েটস' শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান। ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুস ছাত্তারের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে অনুষ্ঠানে অংশ নেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক। সেমিনারে মল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের উপ-প্রধান ড. তানভীর হাসান চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

এ ছাড়াও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, ড. মুহাম্মদ ফরহাদ আলী, জেলা মৎস্য কর্মকর্তা এস.এম. খালেকুজ্জামান বক্তব্য প্রদান করেন।

নূরুন্নাহার বেগম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সহকারী অধ্যাপক মৌসুমী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রক্টর (ভারপ্রাপ্ত) এসএম ইউসুফ আলী, মির্জা আজম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) পার্থ সারথি দাশ, গবেষণা সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছানসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ