ক্যান্সারের কাছে হার মানলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী নির্জনা

নির্জনা আফরিন নিসা
নির্জনা আফরিন নিসা  © সংগৃহীত

ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ছাত্রী নির্জনা আফরিন নিসা। তিনি পেলভিক ক্যানসারে আক্রান্ত ছিলেন। এক মাসের মধ্যে তাকে হারিয়ে শোকাহত আত্মীয়-স্বজন ও সহপাঠীরা।

গতকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজধানীর মিরপুরে ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নির্জনা। মৃত নির্জনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত এক থেকে দেড় মাস আগে তার পেটের এক পাশে তিনটি ছোট টিউমারের মত দেখা দেয়। এরপর তিনি খাবারে অরুচি এবং পেটে ব্যথা অনুভব করেন। পরে পরীক্ষা-নিরীক্ষা করে প্রাথমিকভাবে জানা যায় তার টিউমার হয়েছে। এরপর অবস্থা আরও খারাপের দিকে গেলে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করিয়ে জানা যায় টিউমারের ভেতরে ক্যানসারের জীবাণু রয়েছে।

এরপর তার অবস্থা আরও খারাপের দিকে গেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়। সেখানে চিকিৎসকরা জানান, তিনি ক্যানসার স্টেজের প্রথম ধাপে রয়েছেন। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটি কেমোথেরাপি দিয়ে সুস্থভাবে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার ৫ থেকে ৭ দিনের মাথায় ফের অসুস্থ হলে বিএসএমএমইউর অনকোলজি বিভাগে ভর্তি করা হয়।

একদিন পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু সেখানে সিট না পেয়ে মিরপুর ডেল্টা মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়। সেখানে একদিন পরেই তার মৃত্যু হয়।

নির্জনার আকস্মিক মৃত্যুতে হতভম্ব তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা। সবার কাছে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন তারা।