হাবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবসে সচেতনামূলক কর্মসূচি
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫০ AM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৪ AM
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
‘All for 1, One Health for all’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বুধবার (২৭ সেপ্টম্বর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ৩ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অডিটোরিয়াম ২ এ এসে শেষ হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ২ এ ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. উম্মে সালমার সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. খালেদ হোসেন। আলোচক হিসেবে ছিলেন ভেটেনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. এস. এম. হারুন উর রশীদ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. আলতাফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. গোলাম কিবরিয়া এবং জেলা ভেটেরিনারি অফিসার ড. আশিকা আকবর ত্রিশা।
এ সময় অতিথির বক্তব্যে ড.আশিকা আকবর ত্রিশা বলেন, কুকুরগুলো বেওয়ারিশ নয়, রাস্তার কুকুর আমাদের সম্পদ। এদের দায়িত্ব আমাদের নিতে হবে। আমরা আমাদের পশুপাখিদের নিরাপদ রাখবো। জলাতঙ্ক দিবসে আমাদের সবাইকে সচেতন হতে হবে সেই সাথে সবার মাঝে আজকের আলোচনা ছড়িয়ে দিতে হবে।
আলোচনা সভায় ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।