হাবিপ্রবির ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান ড. দিপক কুমার সরকার

ড. দিপক কুমার সরকার
ড. দিপক কুমার সরকার  © সম্পাদিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিপক কুমার সরকার। আগামী তিন বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

এ বিষয়ে বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. দীপক কুমার বলেন, আমাকে ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করায় মাননীয় উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। ইংরেজী বিভাগকে এগিয়ে নিতে আমাদের বেশ কিছু পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: খুবির প্রেমিককে লাইভে রেখে মেডিকেল ছাত্রীর আত্মহত্যা

তিনি আরও জানান, শিক্ষার্থীদের সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার পাশাপশি তারা যেনো ইংরেজী ভাষায় দক্ষ হতে পারে এজন্য জন্য একটি 'ল্যাঙ্গুয়েজ ক্লাব' খোলার চেষ্টা করবো, যেখানে আমাদের বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকবে। 

এছাড়াও বিভাগের অগ্রজদের সমন্বয়ে একটি এ্যালামনাই এসোসিয়েশন গঠন পদক্ষেপের ব্যাপারেও অবগত করেন এই শিক্ষক।   


সর্বশেষ সংবাদ