যবিপ্রবির ছাত্রী হলে নতুন তিন সহকারী প্রভোস্ট

যবিপ্রবির ছাত্রী হলে নতুন তিন সহকারী প্রভোস্ট
যবিপ্রবির ছাত্রী হলে নতুন তিন সহকারী প্রভোস্ট   © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শেখ হাসিনা ছাত্রী হলে ৩ শিক্ষককে নতুন সহকারী প্রভোস্টের দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান (এমবি) বিভাগের প্রভাষক হুমাইরা আঞ্জুমী, মাৎস্য ও সামুদ্রিক জীববিজ্ঞান (এফএমবি) বিভাগের প্রভাষক কানিজ ফাতেমা কানন ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের প্রভাষক নাজিয়া নওশাদ লিনা।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন এর অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করেন।

অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষককে তাদের নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে শেখ হাসিনা ছাত্রী  হলের সহকারী প্রভোস্ট হিসেবে পরবর্তী এক বছরের জন্য দায়িত্ব প্রদান করা হলো। তারা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

আরও পড়ুন: যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি’র সভাপতি ইমন, সম্পাদক ফারজানা

উল্লেখ, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা তুজ জোহরা।


সর্বশেষ সংবাদ