দায়িত্বপালন নিয়ে কর্মচারীদের সতর্ক করে দিলেন শাবিপ্রবি ভিসি

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ  © টিডিসি ফটো

নিজেদের দায়িত্ব নিয়ে কর্মচারীদের সতর্ক করে দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (২২ আগস্ট) সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ ২০২৩-২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে ১০০-এর অধিক কর্মচারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন এবং ভারপ্রাপ্ত  রেজিস্ট্রার মো. ফজলুর রহমান। 

প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে কর্মচারীদের উদ্দেশ্যে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সেবা প্রদান সরকারী কর্মচারী হিসেবে আপনাদের নৈতিক দায়িত্ব। দায়িত্ব পালনে কোনো অবহেলা করা চলবে না। 

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, সততা ও জবাবদিহিতার মাধ্যমে  সেবা প্রদানে আমাদের সকলের  প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কর্তব্য পালন এবাদতের সমতুল্য। তাই  সকলকে সচেতন ভাবে সেবা প্রদান করতে হবে।


সর্বশেষ সংবাদ