আরও দু’দিন বন্ধ থাকবে রাবিপ্রবির ক্লাস-পরীক্ষা

  © টিডিসি ছবি

বৈরি আবহাওয়া ও প্রতিকূল পরিবেশের কারণে আগামী দুই দিনের (বুধ ও বৃহস্পতি) জন্য সকল বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) কর্তৃপক্ষ।  

এর আগে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত পাঁচ-ছয় দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ধসের আশংকায় এমন সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ মঙ্গলবার রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগের তথ্য উল্লেখ করে আবারও নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও অফিস যথাযথ নিয়মেই খোলা থাকবে।

জানা গেছে, বিভিন্ন জায়গায় রাস্তায় ভাঙ্গন, পাহাড় ধস, যোগাযোগ সমস্যাসহ নানা সমস্যার কারণে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তবে স্বশরীরে ক্লাস বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস চালু রাখতে বাধা নেই বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গত রবিবার রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার ও মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।


সর্বশেষ সংবাদ