শাবিপ্রবির বিভাগভিত্তিক আসন ও ভর্তি যোগ্যতা প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জুন ২০২৩, ০৯:২৮ PM , আপডেট: ০২ জুন ২০২৩, ০৯:২৮ PM
২০২২-২৩ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভাগভিত্তিক আসন ও ভর্তি যোগ্যতা প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি ভর্তি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। নির্দেশিকায় উল্লেখিত যোগ্যতা অনুযায়ী ভর্তিচ্ছুরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
নির্দেশিকায় বলা হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের তারিখ ও সময়সীমা পরবর্তীতে গুচ্ছভুক্ত ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত হবে।
শাবিপ্রবিতে ‘এ’ ‘বি’ ও ‘সি’ এই তিনটি অনুষদ রয়েছে। এরমধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ১৯টি বিভাগে মোট আসন রয়েছে ১০৫১টি, ‘বি’ ইউনিটের ৮টি বিভাগের মোট আসন রয়েছে ৫৩৫টি এছাড়া ‘সি’ ইউনিটের ১টি বিভাগে রয়েছে ৮০টি আসন। বিশ্ববিদ্যালয়টির তিনটি বিভাগ মিলে মোট আসন রয়েছে ১৬৬৬টি আসন।