নোবিপ্রবিতে গান-বাজনা, বারবিকিউ পার্টিতে অনুমতি লাগবে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে সন্ধ্যার পরে অনুমতি ছাড়া গান-বাজনা, বারবিকিউ পার্টিসহ যে কোনও ধরনের আয়োজনে শিক্ষার্থীদের বিরত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিনা অনুমতিতে সম্প্রতি ক্যাম্পাসে সন্ধ্যার পর বারবিকিউ অনুষ্ঠান ও গান-বাজনা করতে দেখা গেছে শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রক্টরের অনুমতি ব্যতীত এমন অনুষ্ঠান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও বলা হয়েছে, এ নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেছে, ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।


সর্বশেষ সংবাদ