১৪ দলের আসন সমঝোতায় আরও সময় চায় আওয়ামী লীগ
প্রধানমন্ত্রীর করে দেওয়া ১৪ দলের আসন সমন্বয় টিম প্রথমবারের মতো বৈঠকে বসেছে। শরিকদের সঙ্গে আসন-সমঝোতার বিষয়টি চূড়ান্ত করতে আরো দু-একদিন সময় চেয়েছে আওয়ামী লীগ। গতকাল রবিবার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদ সদস্য ভবনে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে ১৪ দলের শীর্ষ নেতাদের বৈঠকে ক্ষমতাসীনদের পক্ষ থেকে এই সময় চাওয়া হয়েছে।
বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলীয় জোটের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।