বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস নেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, পদ ৩০

৮ ক্যাটাগরির পদে ৩০ কর্মী নিয়োগে আবেদন চলছে বিইউপিতে
৮ ক্যাটাগরির পদে ৩০ কর্মী নিয়োগে আবেদন চলছে বিইউপিতে   © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। প্রতিষ্ঠানটি ৩য় থেকে ১১তম গ্রেডে ৮ ক্যাটাগরির পদে ৩০ কর্মী নিয়োগে ২৪ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ এপ্রিলের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ডাকযোগে তা পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি);

১. পদের নাম: অধ্যাপক;

পদসংখ্যা: ৬টি;

বিভাগ: ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স (১টি), পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (১টি), অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (১টি), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (১টি) এবং ইংরেজি বিভাগ (২টি);

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);

বয়স: সর্বোচ্চ ৫৫ বছর;

আরও পড়ুন: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ৪৬

২. পদের নাম: অধ্যাপক (চুক্তিভিত্তিক);

পদসংখ্যা: ১টি;

বিভাগ: আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ;

বেতন: ৮৬,২৫০ টাকা। এ ছাড়া ৫৬,৫০০ টাকা হারে বছরে উৎসব বোনাস ২টি ও নববর্ষ ভাতা;

বয়স: সর্বোচ্চ ৫৫ বছর;

৩. পদের নাম: সহযোগী অধ্যাপক;

পদসংখ্যা: ২টি;

বিভাগ: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (১টি) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে (১টি);

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪);

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর;

৪. পদের নাম: প্রভাষক;

পদসংখ্যা: ১৭টি;

বিভাগ: পরিসংখ্যান বিভাগ (১টি), ফিন্যান্স বিভাগ (২টি), ম্যানেজমেন্ট বিভাগ (১টি), মার্কেটিং বিভাগ (২টি), আইন বিভাগ (১টি), মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (১টি) পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস (১টি), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (২টি), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (২টি), পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (১টি) ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স (১টি) এবং ইকোনমিকস (২টি);

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

বয়স: সর্বোচ্চ ৩২ বছর;

আরও পড়ুন: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ৪৬

৫. পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

বয়স: সর্বোচ্চ ৩২ বছর;

৬. পদের নাম: সহকারী প্রোগ্রামার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

বয়স: সর্বোচ্চ ৩২ বছর;

৭. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

বয়স: সর্বোচ্চ ৩২ বছর;

৮. পদের নাম: ওয়ার্ক সুপারভাইজার (সিভিল);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

বয়স: সর্বোচ্চ ৩২ বছর;

আরও পড়ুন: নোবিপ্রবি বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, পদ ২৬

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম নিজ হাতে পূরণ করে দরকারি কাগজপত্রসহ ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। বিইউপির এই ওয়েবসাইট থেকে ১ থেকে ৪ নম্বর পদের জন্য ফরম নম্বর-১ , ৫ ও ৬ নম্বর পদের জন্য ফরম নম্বর-২ এবং ৭ ও ৮ নম্বর পদের জন্য ফরম নম্বর-৩ ডাউনলোডের পর পূরণ করে ৪ সেট আবেদনপত্র ‘এ’-ফোর সাইজের খামে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম ও নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে;

আবেদন ফি—

‘রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’-এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে ৩য়, ৪র্থ, ৯ম ও ১০ম গ্রেডের পদের জন্য ২০০ টাকা এবং ১১তম গ্রেডের পদের জন্য ১৫০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করে রসিদের মূল কপি আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর, ব্যাংকের নাম, শাখা, টাকার পরিমাণ ও তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, মিরপুর, ঢাকা-১২১৬ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ এপ্রিল ২০২৫;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিইউপির অফিসিয়াল ওয়েবসাইট


সর্বশেষ সংবাদ