বেসরকারি শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত মন্ত্রণালয়ের সভা কাল

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের চাকরির বয়স আট বছর পূর্তিতে পদোন্নতি দিতে রুপরেখা চূড়ান্ত করবে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য সচিবালয়ের সভাকক্ষে আগামীকাল বুধবার একটি সভা অনুষ্ঠিত হবে।

রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. কামরুল হাসান।

নোটিশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর আলোকে উচ্চমাধ্যমিক বিদ্যালয়/স্কুল অ্যান্ড কলেজ/ উচ্চমাধ্যমিক কলেজে আট বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে প্রভাষক হতে জ্যেষ্ঠ প্রভাষক এবং ডিগ্রি কলেজে প্রভাষক হতে সহকারী অধ্যাপক পদে মূল্যায়নের ভিত্তিতে পদোন্নতি দেওয়ার লক্ষ্যে রুপরেখা প্রণয়ন চূড়ান্ত করার জন্য আগামীকাল বুধবার সভা অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীন এতে সভাপতিত্ব করবেন। বেলা ১১টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৮১৫ নম্বর কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ