৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:৪০ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:৪২ PM
৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
রোববার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ে নবনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৪৩তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক সুপারিশকৃত ২১৬৩ (দুই হাজার একশত তেষট্টি) জন প্রার্থীর মধ্যে ১৮৯৬ (এক হাজার আটশত ছিয়ানব্বই) জন প্রার্থীর নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২২৭ (দুইশত সাতাশ) জন প্রার্থীর সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়নি। উক্ত প্রার্থীগণ তাদের নিয়োগের বিষয় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়ের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’