সচিবালয়ে আগুন লাগা ভবনের কার্যক্রম বন্ধ, ঢুকতে হবে বিকল্প পথে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ AM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ AM
বাংলাদেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। আগুন লাগা ভবনটির সব কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বিকল্প গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ।
আগুন লাগায় কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে পারছেন না। এ অবস্থায় সচিবালয়ে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘একটি ভবনে আগুন লেগে। এজন্য পুরো সচিবালয়ে ছুটি ঘোষণার প্রয়োজন নেই। যে ভবনটিতে আগুন লেগেছে। শুধু সেই ভবনের কার্যক্রম বন্ধ থাকবে।’
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ আরও বলেন, আমরা কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয়ের ৫ নম্বর গেট ব্যবহার করে ভেতরে প্রবেশের বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। তারা বিকল্প পথ ব্যবহার করে ভেতরে প্রবেশ করছেন।
এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি রাত ১টা ৫৪ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপর তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।