প্রাক্তন ছিটমহলের শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ PM
প্রাক্তন ছিটমহলে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ছিটমহলের শতভাগ শিক্ষার্থীকে বৃত্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাটি আজ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
স্কিমের পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি স্কিম ডকুমেন্ট ও অপারেশন ম্যানুয়েল অনুযায়ী প্রাক্তন ছিটমহলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উপবৃত্তি আওতাভুক্ত হবে। সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাঁর আওতাধীন উপজেলার প্রাক্তন ছিটমহলে অবস্থিত পাঠদানের অনুমতি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) তথ্য (যদি থাকে) তালিকা নিন্মোক্ত ছক মোতাবেক আগামী ১০ অক্টোবরের মধ্যে হার্ডকপি ডাকযোগে এবং সফটকপি hsp@pmeat.gov.bd ইমেইল ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
এতে আরো বলা হয়, পরবর্তীতে যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে পাঠদানের অনুমতি পেয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যও প্রেরণ করবেন।