এমপিওভুক্ত হলেন কারিগরির ৪৪ শিক্ষক-কর্মচারী

ক্লাস নিচ্ছেন শিক্ষক
ক্লাস নিচ্ছেন শিক্ষক  © ফাইল ফটো

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরও ৪৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সকল শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করে আদেশ জারি করা হয়েছে।

জানা গেছে, নতুন এমপিওভুক্ত হওয়া এসব শিক্ষক-কর্মচারীদের এমপিও ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে। এছাড়া ২০১৯  এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ওই বছরের জুলাই থেকে কার্যকর হবে। এমপিও অনুমোদন কমিটির ২৪ তম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। 

এমপিওভুক্ত হওয়া শিক্ষক-কর্মচারীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

গত ১৭ এপ্রিল কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা আদেশে বলা হয়েছে, ২০২০ জারি হওয়া এমপিও নীতিমালায় শিক্ষক-কর্মচারীদের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ না করায় এবং সনদ সঠিক না থাকায় এই শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্ত হতে পারেননি। এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ