নভেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা

শিক্ষার্থী
শিক্ষার্থী  © ফাইল ছবি

বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। এসএসসি’র লিখিত পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। সেভাবেই শিক্ষা বোর্ডগুলো রুটিন তৈরি করবে। নভেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা শুরু হয়ে তা চলবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত।

ওই সূত্র আরও জানায়, নভেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা শুরু করতে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নির্দেশনা অনুযায়িী রুটিনৈ তৈরির কাজ করছে বোর্ড। খসড়া রুটিন তৈরির পর সেটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর তা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: মেডিকেলে পড়তে চান গুচ্ছে প্রথম হওয়া সুমাইয়া

এ প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু করা হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা শেষ হবে। সেভাবেই রুটিন তৈরির কাজ চলছে।

কবে নাগাদ রুটিন প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে  অধ্যাপক তপন কুমার সরকার আরও বলেন, রুটিন যথা সময়ে প্রকাশ করা হবে। আমরা খসড়া রুটিন তৈরি করে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর তা প্রকাশ করা হবে।


সর্বশেষ সংবাদ