এইচএসসিতে বৃত্তি পেলেন রাজশাহী বোর্ডের ১২’শ শিক্ষার্থী

শিক্ষার্থী
শিক্ষার্থী  © ফাইল ছবি

উচ্চমাধ্যমিকের ফলাফলের ওপর ভিত্তি করে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন কলেজের প্রায় ১২ শতাধিক শিক্ষার্থী। শুক্রবার বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে রাজশাহী শিক্ষা বোর্ড।

জানা গেছে, এবার এক হাজার ১৯৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। এদের মধ্যে ১৫২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ১৯৭ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে। 

জানা গেছে, এইচএসসিতে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেয়া হবে। 

রাজশাহী বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

বৃত্তির টাকা ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে। জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে। এজন্য অনলাইন সুবিধা সম্পন্ন তফসীলভুক্ত যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে উচ্চ শ্রেণিতে ভর্তির সাত দিনের মধ্যে ব্যাংক হিসেব নম্বরসহ অন্যান্য তথ্য আবশ্যিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের।


সর্বশেষ সংবাদ