আইফোনের সঙ্গে চার্জার না পেয়ে মামলা করলেন ৫ শিক্ষার্থী
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ০৯:০২ AM , আপডেট: ০২ নভেম্বর ২০২১, ০৯:০২ AM
আইফোন ১২-এর সঙ্গে চার্জার দেওয়া হয় না বলে অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছেন চীনের পাঁচ শিক্ষার্থী। তাদের যুক্তি, মুনাফা বাড়ানোর জন্যই অ্যাপল এমনটা করে থাকে।
অ্যাপল ২০২০ সাল থেকেই নতুন আইফোনের সঙ্গে ইয়ারপডস এবং চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে। এর বদলে বক্সে একটি লাইটনিং থেকে ইউএসবি টাইপ-সি কেব্ল দেয়। এ ব্যাপারে প্রতিষ্ঠানটি বলেছিল, চার্জার এবং ইয়ারপডস না দিলে কার্বন নিঃসরণ ও কাঁচামালের ব্যয় কমবে।
তবে পরিবেশ রক্ষা কিংবা খরচ কমানো প্রতিষ্ঠানটির মুখ্য উদ্দেশ্য কি না, তা নিয়ে খানিকটা বিতর্ক আছে। কারণ এরই মধ্যে ৫জি–সমর্থিত আইফোন বাজারে ছেড়েছে অ্যাপল। আর সে স্মার্টফোনগুলো তৈরিতে অ্যাপলের খরচ তো বেড়েছেই। চার্জার ও ইয়ারপডস বাদ দিলে প্রতি আইফোনের পেছনে ব্যয় বেশ খানিকটা কমে যাবে, অন্যদিকে গ্রাহক যদি সে অনুষঙ্গগুলো আলাদা কেনেন, তবে বাড়তে পারে আয়।
সাংহাই ল জার্নালের প্রতিবেদনে মামলাটি সবিস্তারে লেখা হয়েছে। সেখানে বলা হয়েছে, সিয়াওফাং নামের এক ছাত্রী তার আইফোন ১২ প্রো ম্যাক্সের সঙ্গে চার্জার না পেয়ে বেশ হতাশ হন।
সিয়াওফাং যুক্তি দেখান, বাক্সে যে কেব্ল দেওয়া হয়েছে, তা ইউএসবি-সি থেকে লাইটনিং কেব্ল। আগের মডেলের আইফোনগুলোর সঙ্গে যে চার্জার দেওয়া হতো, নতুন কেব্লটি সেগুলোর উপযুক্ত না। এর অর্থ, গ্রাহকেরা আগের চার্জার ব্যবহার করতে পারবেন না, বরং নতুন করে ইউএসবি-সির উপযুক্ত কিংবা তারহীন প্রযুক্তির চার্জার কিনতে হবে।
ভাইস সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে, সিয়াওফাংয়ের দাবি, আইফোনের সঙ্গে চার্জার না দেওয়ার পেছনে অ্যাপলের কারণ হলো তারহীন চার্জারের বিক্রি বাড়ানো। অ্যাপলের সে সিদ্ধান্তের পেছনে কাজ করছে মুনাফা। আর পরিবেশের সুরক্ষার কথা কেবলই ফাঁকি।
দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, সিয়াওফাং এবং তার সহপাঠীরা অ্যাপলের বিরুদ্ধে মামলাটি করেন বেইজিং ইন্টারনেট আদালতে। মামলায় তারা একটি চার্জার এবং মাত্র ১৬ ডলার চেয়েছে। চুক্তি ভঙ্গ এবং মামলার ব্যয় নির্বাহের জন্য ওই অর্থ চাওয়া হয়।
সাংহাই ল জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের প্রতিনিধির যুক্তি ছিল, চার্জার ছাড়া ফোন বিক্রি করা এখন খুব সাধারণ বিষয় এবং আইফোন ১২-এর মোড়কে পরিষ্কার করে বলা হয়েছে ভেতরে কোনো চার্জার নেই।
এদিকে বিভিন্ন সংবাদ প্রতিবেদন অনুযায়ী, মামলাটি এখনো বিচারাধীন এবং চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এরই মধ্যে ভাইরাল হয়েছে, যেখানে শিক্ষার্থীদের সমর্থন জানাচ্ছেন সবাই। তবে অ্যাপলকে এত সামান্য অর্থের জন্য মামলা করা আপাতদৃষ্টিতে অদ্ভুত মনে হলেও এখানে তাঁদের উদ্যোগটাই গুরুত্বপূর্ণ।
গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সঙ্গে অতিরিক্ত খাবার আনতে না দেওয়ায় এক চীনা শিক্ষার্থী ২০১৯ সালে সাংহাই ডিজনি রিসোর্টের বিরুদ্ধে মাত্র ৭ ডলারের জন্য মামলা করেন। পরে ডিজনি অপরাধ স্বীকার করে নিয়ে অর্থ পরিশোধে রাজি হয়।
আইফোনের সঙ্গে চার্জার না দেওয়ার জন্য এর আগেও মামলার মুখে পড়েছে অ্যাপল। আইফোন ১২-এর সঙ্গে চার্জার না দেওয়ায় অ্যাপলকে ২০ লাখ ডলার জরিমানা করেন ব্রাজিলের আইনপ্রণেতারা। তারা যুক্তি দেখিয়েছিলেন, চার্জার ছাড়া আইফোন বিক্রি করে অ্যাপল গ্রাহকদের বিভ্রান্ত করছে।