হোয়াটসঅ্যাপে আকর্ষণীয় নতুন যেসব ফিচার এলো
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১১:৩০ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
বিশ্বজুড়ে জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার্থে নিয়ে এসছে একগুচ্ছ নতুন সব ফিচার। এসব ফিচারের মাধ্যমে অ্যাপটি হয়ে উঠবে ব্যবহারকারী বান্ধব। চলুন জেনে নিই ফিচারগুলোর সম্পর্কে—
ক্যামেরা এফেক্ট: গত বছর ভিডিও কলের ক্ষেত্রে আনা হয়েছিল নতুন সব ক্যামেরা এফেক্ট। এবার ছবি ও ভিডিও শেয়ার করার সময়ও ইউজাররা ব্যবহার করতে পারবেন তিরিশটি ব্যাকগ্রাউন্ড, ফিল্টার ও এফেক্ট।
সেলফি স্টিকার: এই নতুন ফিচারে সরাসরি সেলফি তুলে সেটা দিয়ে স্টিকার বানিয়ে ফেলতে পারবেন। স্টিকার মেনুর মধ্যে এবার থেকে ‘ক্রিয়েট’ বলে অপশন থাকবে। সেখানে ক্লিক করলে নির্দিষ্ট ছবি বেছে নেওয়া যাবে অথবা সরাসরি ছবি তুলেও নিতে পারবেন ইউজাররা। এবার সেই সিলেক্টেড ছবিটিকে স্টিকার হিসেবে বানিয়ে নেওয়া যাবে এডিট করে। আপাতত অ্যান্ড্রয়েডে এটি পাওয়া গেলেও শিগগির আইওএসেও পাওয়া যাবে।
স্টিকার প্যাক শেয়ার পাঠানোর সুযোগ: এবার ইউজাররা একটা গোটা স্টিকার প্যাক সরাসরি অন্য কোনো কন্টাক্টকে পাঠিয়ে দিতে পারবে চ্যাটের মাধ্যমে।
দ্রুত রিঅ্যাকশন: চ্যাটে কোনো মেসেজে ডবল ট্যাপ করলেই রিঅ্যাকশন দেওয়া যাবে। অর্থাৎ ট্যাপ করে সেটিকে ধরে রাখার দরকার পড়বে না। কোনো পূর্ব নির্ধারিত ইমোজির সেট নয়, দৃশ্যমান হবে ওই ইউজারের সবচেয়ে বেশি ব্যবহৃত ইমোজিগুলোই। তবে এছাড়াও অন্য ইমোজি সিলেক্ট করার সুযোগও থাকবে। সেজন্য প্লাস সিম্বলে ক্লিক করলেই হয়ে যাবে।
এদিকে হোয়াটসঅ্যাপ এনেছে আরও এক ফিচার। যার নাম ‘লিস্টস’। যার লক্ষ্যই হলো গ্রুপ চ্যাটকে আরও সহজ করে তোলা। গেল বছরের শুরুর দিকে এটি আনা হয়েছিল। এবার সেই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে হোয়াটসঅ্যাপ আরও একধাপ এগিয়ে গেল। এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজাতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘অফিস’ এমনকি ‘প্রতিবেশী’ ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে। যারা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাদের জন্য এই ফিচারটি অত্যন্ত লাভজনক হবে বলে মনে করা হচ্ছে।