ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালক পর্ষদের প্রথম সভা যেমন হল 

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালক পর্ষদের প্রথম সভা
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালক পর্ষদের প্রথম সভা  © সংগৃহীত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালক পর্ষদের প্রথম সভা বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। সভায় মো. আজিজুর রহমানকে ভাইস চেয়ারম্যান, মো. আবদুল কুদ্দুছকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, মো. সাইফুল আলমকে রিস্ক কমিটির চেয়ারম্যান এবং মো. রাগিব আহসানকে অডিট কমিটির চেয়ারম্যান করা হয়েছে। 

গত বুধবার (৪ সেপ্টেম্বর) ব্যাংকের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ব্যাংক কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপিবততে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সভার শুরুতে ব্যাংকের চেয়ারম্যান নতুন পরিচালনা পর্ষদ গঠনের পটভূমি তুলে ধরেন। দৃঢ় আশাবাদ প্রকাশ করেন যে, দেশের ব্যাংকিং সেক্টরে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলা করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শিগগিরই ঘুরে দাঁড়াবে এবং দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে।
 
তিনি বলেন, বর্তমান পরিচালক পর্ষদ ব্যাংকের বিশ লক্ষাধিক গ্রাহকসহ সব স্টেকহোল্ডারের সঙ্গত স্বার্থ সমুন্নত করার লক্ষ্যে ইতোমধ্যে নিবিড়ভাবে কাজ শুরু করেছে। শরীয়াহর নীতিমালা পরিপালন, নৈতিক ব্যাংকিংয়ের আচরণরীতি অনুসরণ, সংকুলানমূলক গ্রাহকসেবা নিশ্চিতকরণ ও বঞ্চিত মানুষের দোরগোড়ায় ব্যাংকিং কার্যক্রমের সুফল পৌঁছানোর জন্য তিনি সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে অবদান রাখতে ব্যাংকের সব জনশক্তির প্রতি আহ্বান জানান। মহান আল্লাহর রহমত ও জনসমর্থন নিয়ে নতুন নেতৃত্বে ব্যাংকের সার্বিক কার্যক্রমে দ্রুত উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় মো. আজিজুর রহমানকে ভাইস চেয়ারম্যান, মো. আবদুল কুদ্দুছকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, মো. সাইফুল আলমকে রিস্ক কমিটির চেয়ারম্যান এবং মো. রাগিব আহসানকে অডিট কমিটির চেয়ারম্যান করে বিভিন্ন কমিটি গঠন করা হয়।


সর্বশেষ সংবাদ