হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিট করে দিলেও পড়বেন যেভাবে

হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিট করে দিলেও পড়বেন যেভাবে
হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিট করে দিলেও পড়বেন যেভাবে  © সংগৃহীত

হোয়াটসঅ্যাপ হচ্ছে তথ্য আদান-প্রদানের অন্যতম সমাজিক যোগাযোগ মাধ্যম। দিন দিন এর ব্যবহার বেড়েই চলছে। এখন অফিশিয়াল অনেক কাজে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। বিভিন্ন সময় একাধিক ফিচার এনেছে মেটা। তবে এবার হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে মেসেজ ডিলিট করার অপশন। কীভাবে হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ পড়া যায়, তা হয়তো অনেকে জানেন না। 

হোয়াটসঅ্যাপে স্বাভাবিকভাবেই সব সময় সব মেসেজ চেক করা হয় না ৷ কাজ শেষে মেসেজ চেক করতে গিয়ে দেখলেন অনেকগুলি মেসেজ ডিলিট দেখাচ্ছে ৷ এরপর থেকেই একাধিক প্রশ্ন মাথায় ঘুরতে থাকে যে কী ছিল মেসেজে৷ কিন্তু উপায় থাকে না৷ তবে এবার থেকে আর চিন্তা নেই৷ ডিলিট করার পরেও সহজেই পড়ে ফেলতে পারবেন ডিলিট করা মেসেজ৷

ডিলিট করা মেসেজ দেখবেন যেভাবে  
* অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের সেটিংস থেকে ‘মোর সেটিংস’ অপশনে ক্লিক করতে হবে।
* এখান থেকে নোটিফিকেশন হিস্ট্রিতে ট্যাপ করে এটি চালু করুন।
* এরপর আপনার ফোনে যে নোটিফিকেশন আসবে, সেগুলো নোটিফিকেশন হিস্ট্রিতে সেভ থাকবে।
* নোটিফিকেশন হিস্ট্রি থেকে ডিলিট হওয়া মেসেজ দেখতে পাবেন।

আরও পড়ুন: ইনস্টাগ্রামে অনলাইনে থাকলেও অফলাইন দেখাবে যেভাবে

এখন কোনো ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠিয়ে ও অপর প্রান্ত থেকে দেখার আগেই ডিলিট করলেও পড়া সম্ভব। সেক্ষেত্রে আপনার ফোনে একটি মেসেজ নোটিফিকেশন আসবে। তবে আপনি চ্যাটে মেসেজটি দেখতে পাবেন না। দেখার আগে আপনাকে নোটিফিকেশন হিস্ট্রিতে যেতে হবে। সেখানে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রেস করুন। এখান থেকে আপনি সেই মেসেজটি দেখতে পাবেন। তবে অডিও-ভিডিও কিংবা ছবি দেখতে পাবেন না।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, অ্যান্ড্রয়েড পুলিশ


সর্বশেষ সংবাদ