টুইটার অধিগ্রহণ করেই শীর্ষ নির্বাহীদের সরালেন ইলন মাস্ক

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক  © ইন্টারনেট

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার অধিগ্রহণ করেছেন। নানা জটিলতা পার করে তিনি প্রতিষ্ঠানটির দায়িত্ব নিয়েছেন বলে সংবাদমাধ্যম ভাইস এক প্রতিবেদনে জানিয়েছে।

ক্ষুদ্র বার্তা শেয়ারিংয়ের টুইটার অধিগ্রহণের পরই এর শীর্ষ নির্বাহীদের সরিয়ে দিয়েছেন তিনি। এরমধ্যে সিইও পরাগ আগারওয়াল রয়েছেন। এ ছাড়া সিএফও নেড সেগাল, পলিসি এক্সিকিউটিভ বিজয় গাড্ডে এবং কোম্পানি জেনারেল কাউন্সেল সিয়ান এডগেট রয়েছেন। নিউইয়র্ক টাইমসের বরাতে এ খবর দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪৪ বিলিয়ন বা চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নিয়েছেন ইলম মাস্ক। এ জন্য টেসলা ও নিজস্ব অর্থ ব্যবহার করেছেন তিনি। এর আগে টুইটার কেনা নিয়ে দু’পক্ষ আইনি জটিলতায়ও জড়ায়। এখন টুইটার কিনে নিয়ে বেশ কিছু বড় পরিবর্তন আনতে পারেন মাস্ক।


সর্বশেষ সংবাদ