চ্যাট না হারিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর বদলানোর উপায়

হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ  © সংগৃহীত

পুরানো স্মার্টফোন এবং মোবাইল নম্বর পরিবর্তন করার সময়, হোয়াটসঅ্যাপে চ্যাট হারানোর ভয় থাকে। অ্যান্ড্রয়েড থেকে আইওএস-এ হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে যেতে এবং বিপরীতটি করা খুবই কঠিন। কিন্তু ডেটা না হারিয়ে ফোন নম্বর পরিবর্তন করা সহজ। এই বৈশিষ্ট্যটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ক্ষেত্রেই পাওয়া যায়। বিদেশে স্থানান্তরিত হলে এবং নতুন ফোন নম্বর নিলে এই বৈশিষ্ট্য বিশেষভাবে কাজে লাগে।

নতুন নম্বর ব্যবহার করার সময়ই শুধুমাত্র এই বৈশিষ্ট্যটি কাজ করে। একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড জমা দিতে হয়, তাই সিম কার্ডটি সক্রিয় থাকতে হবে এবং একটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে হবে।

জানুন পুরনো চ্যাট না হারিয়েও কীভাবে হোয়াটসঅ্যাপ নম্বর বদলাবেন। 

হোয়াটসঅ্যাপ নম্বর বদলানোর উপায়

১. প্রথমে আপনার ফোন হোয়াটসঅ্যাপ খুলুন এবং সেখান থেকে হোয়াটসঅ্যাপ সেটিংস অপশনে যান।

২. নিজের অ্যাকাউন্টে ট্যাপ করুন এবং তারপরে চেঞ্জ নম্বর অপশনে ট্যাপ করুন।

৩. এবার নেক্সট অপশনে ট্যাপ করতে হবে।

৪. আপনার পুরনো ফোন নম্বরটি প্রথমেই এখানে দিয়ে দিন এবং তার ঠিক পরের ফিল্ডেই নতুন ফোন নম্বরটি দিন। দুই ক্ষেত্রেই আপনাকে ইন্টারন্যাশনাল ফরম্যাটে ফোন নম্বর দিতে হবে।

৫. আবার নেক্সট অপশনে ট্যাপ করুন। এখানে আপনাকে বাছাই করতে হবে, নিজের কন্ট্যাক্টগুলোকে নোটিফাই করবেন কি না। এখন আপনি যদি তা করতে চান, তাহলে নোটিফাই কন্ট্যাক্টস অপশনটি টার্ন অন করুন। 

আপনি চাইলে নোটিফাই করার জন্য অল কন্ট্যাক্টস, কন্ট্যাক্টস আই হ্যাভ চ্যাটস উইথ বা কাস্টম- এই এতগুলো অপশনের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারেন।

৬. আপনি যদি কাস্টম অপশনটি সিলেক্ট করেন, তাহলে যে যে কন্ট্যাক্টে নোটিফাই করতে চান, সেগুলোকে সার্চ করতে হবে।

৭. এবার ডান অপশনে ট্যাপ করুন।

৮. সবশেষে আপনার সামনে একটি প্রম্পট এসে হাজির হবে নতুন নম্বরটি রেজিস্টার করার জন্য।

আরও পড়ুন: মুখের ভাষা অনুবাদ করবে মেটা

তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যখন হোয়াটসঅ্যাপে ফোন নম্বর বদলাবেন তখন আপনাআপনি গ্রুপ চ্যাটগুলোতে নোটিফায়েড হয়ে যাবে। অর্থাৎ আপনি না চাইলেও গ্রুপের সদস্যরা জানতে পারবেন যে, আপনার হোয়াটসঅ্যাপ নম্বর বদলেছেন।

নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ফোন নম্বর বদলাবেন কীভাবে

পুরনো ডিভাইস থেকে নতুন ডিভাইসে আপনার চ্যাট হিস্ট্রি স্থানান্তর করতে আইক্লাউড বা কম্পিউটার ব্যাকআপ তৈরি করতে হবে। পুরনো ফোনে আপনার ফোন নম্বর বদলানোর পরে এক এক করে এই ধাপগুলো অনুসরণ করুন:

১. আপনার নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন।

২. ওই ডিভাইসে আবার আপনার নতুন ফোন নম্বরটি রেজিস্টার করুন।


সর্বশেষ সংবাদ