আজ ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ AM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ AM

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আজ শনিনার (৫ এপ্রিল) ঢাকায় আসছে। ঋণ কর্মসূচির আওতায় ৪৭০ কোটি মার্কিন ডলার অর্থছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে ঢাকায় আসছেন তারা। রবিবার (৬ এপ্রিল) সকালে অর্থ উপদেষ্টার সঙ্গে তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই সপ্তাহের এই সফরে প্রতিনিধি দলটি সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে। এসব দপ্তরের মধ্যে রয়েছে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বৈঠকগুলোতে ঋণচুক্তির আওতায় নির্ধারিত সংস্কারমূলক পদক্ষেপ ও শর্ত বাস্তবায়নের অগ্রগতি খতিয়ে দেখবে আইএমএফ।
সফরের শেষ দিনে আগামী ১৭ এপ্রিল ঢাকায় একটি প্রেস ব্রিফিং করবে আইএমএফ প্রতিনিধি দল। ওই দিন অর্থ উপদেষ্টার সঙ্গে আরেক দফা বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।