বদলি নিয়ে যা বললেন মাউশি মহাপরিচালক

অধ্যাপক নেহাল আহমেদ
অধ্যাপক নেহাল আহমেদ  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে কাজ চলছে। আমরা দুটি সভা করেছি। একটি খসড়াও তৈরি করা হয়েছে। বদলি নিয়ে নানা মতামত এসেছে। সেজন্য বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে।

সোমবার (৪ মার্চ) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

মাউশির মহাপরিচালক জানান, বদলির দ্বিতীয় কর্মশালায় অনেকেই এনটিআরসিএ’র মাধ্যমে বদলির কথা বলেছেন, তবে মন্ত্রণালয় চাইছে সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে বদলি হোক। এছাড়া অনেকে বদলি না করে অন্যভাবে প্রতিষ্ঠান পরিবর্তনের মতামত দিয়েছেন। কাজেই এ বিষয়গুলো শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা না করে চূড়ান্ত করা যাবে না।

অধ্যাপক নেহাল আহমেদ আরও বলেন, শিক্ষকদের বদলি চালু করা জরুরি। বিষয়টি আমরাও অনুধাবন করছি। তবে সবকিছু চূড়ান্ত করে তবেই বদলি চালু করতে হবে। সেজন্য কিছুটা সময় লাগছে। আশা করছি সবকিছু চূড়ান্ত করে দ্রুত বদলির ব্যবস্থা চালু হবে।


সর্বশেষ সংবাদ