উচ্চতর স্কেল পাচ্ছেন ৪ হাজার শিক্ষক-কর্মচারী

শ্রেণিকক্ষে পাঠদানরত শিক্ষক
শ্রেণিকক্ষে পাঠদানরত শিক্ষক  © ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজের প্রায় চার হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিগগিরই এ শিক্ষক-কর্মচারীদের গ্রেফ বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

সোমবার মাউশির এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সভাপতিত্ব করেন।

সভা সূত্রে জানা গেছে, স্কুল-কলেজের ৩ হাজার ৯১৮ জন শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাবেন। এর মধ্যে স্কুলের ৩ হাজার ৩১৬ জন এবং কলেজের ৬০২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের ৩ হাজার ৩১৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৩৪, চট্টগ্রামের ১৫৮, কুমিল্লার ১৫৩, ঢাকার ৫১০, খুলনার ৮৩০, ময়মনসিংহের ২১৬, রাজশাহীর ৭২৫, রংপুরের ১৮৪ এবং সিলেটের ১০৬ জন রয়েছেন। 

অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ৬০২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩৯, চট্টগ্রামের ৭, কুমিল্লার ৩৭, ঢাকার ৭৪, খুলনার ৭৭, ময়মনসিংহের ৩০, রাজশাহীর ২৬১, রংপুরের ৭২ ও সিলেট অঞ্চলের ৫ জন রয়েছেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence