শিক্ষা ভবনে মাউশির ইন্টারনেট সেবা বন্ধ হচ্ছে

শিক্ষা ভবন
শিক্ষা ভবন  © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে মাউশি কর্তৃক সরবরাহকৃত ইন্টারনেট সেবা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে শিক্ষা ভবনে মাউশি কর্তৃক ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। এই সময়ের পর নিজস্ব ব্যবস্থাপনায় ইন্টারনেট সেবা চালু রাখতে হবে।

বুধবার (৩ নভেম্বর) মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে ৩১ ডিসেম্বর এর পর থেকে মাউশি কর্তৃক ইন্টারনেট সার্ভিস প্রদান করা সম্ভব হবে না। রাজস্বভুক্ত ব্যয় থেকে প্রকল্পের ইন্টারনেট সরবরাহে অডিট আপত্তি হবে, বিধায় প্রকল্পে মাউশি কর্তৃক ইন্টারনেট সরবরাহ চলমান রাখা সম্ভব হচ্ছে না।’’

এতে আরও বলা হয়, ‘‘শিক্ষাভবনে মাউশির প্রকল্পসমূহ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ৩১ ডিসেম্বর ২০২২ এর মধ্যে ইন্টারনেট এর ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।’’


সর্বশেষ সংবাদ