রাবিতে সায়েন্স ক্লাবের ‘ড্রাগ ডিজাইন’ কর্মশালা শুরু
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১০:৪৩ AM , আপডেট: ১০ এপ্রিল ২০২১, ১০:৪৩ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বৃদ্ধি প্রয়াসে ড্রাগ ডিজাইন কর্মশালা শুরু করেছে সায়েন্স ক্লাব। আজ শনিবার (৯ এপ্রিল) ইন্সটিটিউট অফ ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভের সহায়তায় শুরু হওয়া তিনদিন ব্যাপী এই ভার্চ্যুয়াল কর্মশালাটি চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। কর্মশালায় দেশের প্রায় ২৩টি বিশ্ববিদ্যালয়ের ১৩০ জন শিক্ষার্থী যুক্ত থাকবেন।
সংগঠনের সম্পাদক মো. ইসতেহার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন সভাপতি মাহদি হাসান। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আবু রেজা।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও স্থায়ী কমিটির প্রধান জহুরুল ইসলাম মুন। এসময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্লাবের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
৩ দিনব্যাপী এই কর্মশালার মূল উদ্দেশ্য শিক্ষাথীদের গবেষণা ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করা। যা পরবর্তীতে উচ্চশিক্ষায় সহায়তা করবে। কর্মশালায় শিক্ষার্থীদের ডাটা মাইনিং, মলিকুলার মডেলিং, ড্রাগ ডিজাইনিং এবং ভারচুয়াল স্ক্রিনিং নিয়ে আলোচনা করা হবে। যা তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পরবর্তীতে পেপার প্রকাশে সহায়তা করবে বলে জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন কাজের মাধ্যমে তরুণ শীক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে চলেছে রাবি সায়েন্স ক্লাব। বিজ্ঞানের বিভিন্ন স্তরের গুরুত্ব এবং সমৃদ্ধ সকলের মাঝে ছড়িয়ে দেবার লক্ষেই মূলত সায়েন্স ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া করোনা স্থবিরতার মাঝেও সংগঠনটি শিক্ষার্থীদেন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিচালনা করেছে।