মেডিকেলে চান্স না পাওয়া শিক্ষার্থীদের নিয়ে আর্দুনিস্টিকের কার্টুন
- শাহ আরদূন
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ০৮:৫১ AM , আপডেট: ০৭ এপ্রিল ২০২১, ০৮:৫১ AM
গত রবিবার (৪ তারিখ) চলতি বছরের মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আসন সাপেক্ষে তাদের মধ্যে প্রথম ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থীকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।
১ লাখ ১৬ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছে; যার সিংহভাগই টিকতে পারেনি। ফলে তাদের ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙ্গে গেছে। এছাড়া পারিবারিক চাপ, প্রতিবেশীর সমলোচনা, নিজের বন্ধুদের সুযোগ পাওয়া ইত্যাদি সব মিলিয়ে অসহায় চান্স না পাওয়া শিক্ষার্থীর মনে বাসা বাধতে থাকে ‘হতাশা’। অনেকে আত্মহত্যারও চেষ্টা করে। আবার অনেকের বিয়ে হয়ে যায়।
কিন্তু সবাই একটা জিনিসই এড়িয়ে যায় এবং তা হলো, “এটা শেষ নয়, এটাই শুরু”। এই চান্স না পারাটাকে যদি নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়, উদাহরণস্বরূপ: আমি কেনো পারবো না! আমি আজ পারিনি, আমি ডেন্টাল এক্সাম দিবো, আমি ভার্সিটিতে দিবো, ইঞ্জিনিয়ারিংয়ে দিবো।
ইনশাআল্লাহ আমি পারবোই। এটাই শেষ নয়, বরং স্বপ্ন দেখা মাত্র শুরু।
লেখক: মেডিকেল ভর্তি পরীক্ষার্থী ও কার্টুনিস্ট