করোনাভাইরাস: ডাকসুর ফান্ড পেতে যেভাবে আবেদন করবেন

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় ‘শিক্ষার্থী সহায়তা’ ফান্ড গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মঙ্গলবার (১৪ এপ্রিল) ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, ও এজিএস সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার ফলে উদ্ভূত পরিস্থিতিতে ঢাবি শিক্ষার্থীদের সগায়তা করার লক্ষে ফান্ড গঠন করা হয়েছে। যে সকল শিক্ষার্থীর পারিবারিক অস্বচ্ছলতা রয়েছে তাদেরকে সহযোগিতার জন্য প্রাথমিকভাবে ২ লাখ এক হাজার ১০ টাকা অনুদান সমেত শিক্ষার্থী সহায়তা ফান্ড গঠন কর হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সহায়তা পেতে শিক্ষার্থীদের ‘করোনাঃ শিক্ষার্থী সহায়তায় ডাকসু’ নামক ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে গুগলের মাধ্যমে ফরম পূরণ করে অথবা সরাসরি যোগাযোগ করে অনুদানের জন্য আবেদন করতে হবে।

 

সমাজের বিত্তবানদের শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ