সীমান্ত হত্যার প্রতিবাদে ঢাবিতে পতাকা সমাবেশ

  © টিডিসি ফটো

‘সীমান্ত হত্যা রুখো আন্দোলন’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে পতাকা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে এ সমাবেশে অংশগ্রহণকারীরা পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে ভারতীয় দখলদারিত্ব ও সীমান্ত হত্যার প্রতিবাদ জানায়। সমাবেশে জাতীয় পতাকা উত্তোলন করেন সীমান্ত হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে ৩৮ দিন ধরে অবস্থানকারী ঢাবি ছাত্র নাসির আব্দুল্লাহ।

পতাকা সমাবেশে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, সমাজতান্ত্রিক ছাত্রফন্ট ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি জাহিদ সুজন প্রমুখ। পতাকা সমাবেশে অংশ নেয়ারা ‘গো ব্যাক, গো আউট ইন্ডিয়া’ শ্লোগানে সরকারি চাকরি হতে ভারতীয় হটাই, ভারতীয় মুক্ত বাংলাদেশ চাই; ভারতীয় আগ্রাসন রুখে দিন, মানচিত্র রক্ষার শপথ নিন; সীমান্ত হত্যা ঠেকাও, বাংলাদেশ বাঁচাও ইত্যাদি প্লেকার্ড প্রদর্শন করেন।

এসময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ২মার্চ আত্মোপলব্ধির মাস। সেদিন আপনাদের মত ছাত্ররাই এই উপলব্ধি করে পতাকা উত্তোলন করেছিল। কিন্তু আমরা তা হারাতে বসেছি। এই মার্চেই বঙ্গবন্ধু বলেছিলেন, আমি বাংলাদেশীদের লোক কিন্তু তার দলের সরকার এখন বলছে আমরা ভারতীয়দের লোক। আজ তারা ১৭ই মার্চে মোদিকে প্রধান অতিথি করে নিয়ে আসতে চায়।

তিনি যুবকদের উদ্দেশ্য করে বলেন, বয়োবৃদ্ধের দিয়ে কোন আন্দোলন-সংগ্রাম সম্ভব নয়, তোমাদেরকেই তা করতে হবে।

ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, জাতীর পতাকা আজ খামচে ধরেছে একদল শকুন। আমরা আজ তা উড়াতে এসেছি। শহীদ আবরার সেই পতাকায় উড়াতে চেয়েছিল।

তিনি বলেন, ভারতে আজ মুসলমানদের হত্যা করা হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশী হিসাবে আমরা তা মানতে নারাজ। কারন আমরা একটি অসাম্প্রদায়িক জাতি। এই অসাম্প্রদায়িক দেশে যদি মোদিকে নিয়ে আসা হয় তাহলে ছাত্র সমাজ বসে থাকবে না।

নাসির আব্দুল্লাহ বলেন, এদেশের পতাকা যতদিন থাকবে ততদিন আমারা আমদের দেশকে বিন্দুমাত্র সরাতে দিব না। তিনি বলেন, আজ আমাদের দেশের ছেলেরা চাকরির জন্য আন্দোলন করতেছে কিন্তু ভারতীয় দোষররা এদেশ থেকে লাখ লাখ ডলার নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখিছিলাম, আজ দেশ তা থেকে দূরে সরে দাড়িয়েছে। আমরা আজ এ পতাকা উত্তোলন করেছি, সেই সাম্যের রাষ্ট্র প্রতিষ্টা করার জন্য।

উল্লেখ্য, সীমান্ত হত্যা বন্ধ ও সীমান্ত সমস্যার সমাধানের দাবিতে গত ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এমবিএ'র শিক্ষার্থী নাসির আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence