জবির ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রতিবেদন ১৯ সেপ্টেম্বর

জবির সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী কৌশিক সরকার সাম্য
জবির সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী কৌশিক সরকার সাম্য  © ফাইল ছবি

গাড়ির হর্ন দেওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত চালক মো. নজরুল ইসলামকে মারধরের ঘটনায় মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম তরিকুল ইসলাম এ দিন ধার্য করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী কৌশিক সরকার সাম্যসহ অজ্ঞাত ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল বৃহস্পতিবার। তবে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেনি। এজন্য আদালত নতুন দিন ধার্য করেন। গত ২৭ জুন মারধর ও হত্যার হুমকির অভিযোগে নজরুল ইসলাম বাদী হয়ে ওয়ারী থানায় মামলাটি করেন।

আরো পড়ুন: স্বপ্ন পূরণে ঢাবিতে ভুয়া পরিচয়ে ক্লাস করতেন, গিয়েছেন ট্যুরেও

অভিযোগে বলা হয়, গত ২৬ জুন সন্ধ্যায় নজরুল ইসলাম বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির নাতি ইসা আব্দুল্লাহকে (৮) প্রাইভেট পড়াতে ওয়ারী থানার চামু ডেল্টার মোড়ে নিয়ে যান। সেখানে নাতিকে নামিয়ে দেন। এরপর বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিলে চামু ডেল্টার মোড় থেকে টিপু সুলতান রোডের মাথায় পৌঁছালে কৌশিক সরকার মোবাইলে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছিল।

নজরুল পেছন থেকে হর্ন দিলে আসামি উত্তেজিত হয়ে এগিয়ে আসেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে ড্রাইভারের মুখে থুথু নিক্ষেপ করে গাড়ির পেছনে জোরে লাথি মারেন কৌশিক। আসামির পরিচয় জানার চেষ্টা করলে সে উত্তেজিত হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে ডেকে নিয়ে আসে। এরপর কৌশিকসহ অন্যরা নজরুলের মুখে ও পিঠে এলোপাতাড়ি মারপিট করে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence