এমসি কলেজের হোস্টেলে পাওয়া গেল ছাত্রীর ঝুলন্ত লাশ

সিলেটের এমসি কলেজ
সিলেটের এমসি কলেজ

সিলেটের এমসি কলেজের হোস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৫ মে) সকালে হোস্টেলের চারতলার একটি কক্ষে স্মৃতি নামের ওই ছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। তিনি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্মৃতি নামের ওই ছাত্রী নতুন ছাত্রী হোস্টেলের চার তলায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে রাতেই আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। সকালে অন্য শিক্ষার্থী তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। তার অভিভাবকদেরও খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন: প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজছাত্রের আত্মহত্যা

শাহপরাণ (র.) থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য গণমাধ্যমকে জানান, ওই ছাত্রীর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখার পর বলা যাবে।


সর্বশেষ সংবাদ