সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন সভায় শিক্ষককে মারধর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ মে ২০২২, ০৯:৩৭ AM , আপডেট: ২৫ মে ২০২২, ০৯:৩৭ AM
লক্ষ্মীপুরে পৌরসভায় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সচেতনতামূলক ও গণশিক্ষা কার্যক্রমের সভা চলাকালে এক শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মে) দুপুরে বাগবাড়ি এলাকায় ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে নুর হোসেন নামে ওই শিক্ষককে মারধর করা হয়। এ ঘটনায় অভিযুক্ত মনির হোসেনসহ দুজনকে পুলিশ আটক করেছে।
আহত শিক্ষক নুর হোসেন গণশিক্ষার শিক্ষক এবং জেলা গণশিক্ষক সমিতির সভাপতি। তিনি বলেন, অফিস ভবনের মালিকের ছেলে জাহাঙ্গীর আলম, মনির হোসেন ও ইব্রাহিম হোসেন প্রায়ই বিভিন্ন ধরনের উসকানিমূলক মন্তব্য করতেন। অফিসের স্টাফদের নিয়েও কটূক্তি করতেন। এ নিয়ে প্রতিবাদ করায় তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে জহির ও মনির সভা চলাকালে হামলা চালায়।
আরো পড়ুন: ক্লাস চলাকালীন সালাম না দেয়ায় মারধর, কানে শুনছেন না ঢাবি ছাত্র
জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আশেকুর রহমান বলেন, সরকারি অফিসে এমন ঘটনা দুঃখজনক। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরে হামলাকারী মনিরসহ দুজনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন বলেন, দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।