প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৩
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ মে ২০২২, ১০:১১ AM , আপডেট: ২১ মে ২০২২, ১০:১১ AM
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রার্থীর বদলে প্রক্সি দেওয়ার আগেই প্রতারকচক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ৮) এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রার্থীর বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণের ৩৬টি অনলাইনের আবেদন কপি, বিভিন্ন ব্যাংকের ৩৬টি চেকবই, ৭টি মুড়ি, জালিয়াতির কাজে ব্যবহৃত মোবাইল ফোন, বিভিন্ন ব্যক্তির নামে সিলমোহর, নগদ টাকা, ডায়েরি উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৮ বরিশালের কোম্পানি অধিনায়ক ও উপ পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
আটকরা হলেন- বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ও তালতলী উপজেলার উত্তর ঝাড়াখালি এলাকার বাসিন্দা মাহাবুবু আলম তুহিন (৪২), একই উপজেলার বড় পারা এলাকার রিয়াজ হোসেন (২৯) ও বরগুনা সদর থানার কদমতলার উত্তর ইট বাড়িয়া এলাকার আল আমিন (২৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বরিশাল লঞ্চঘাটের দুই নম্বর গেটের সামনে থেকে তিন যুবককে আটক করা হয়।
পরে তাদের মধ্যে মাহাবুব আলম তুহিনকে জিজ্ঞাসাবাদ করেলে, সে জানায়- শিক্ষক নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় অর্থের বিনিময়ে চাকরি প্রার্থীদের পক্ষে মেধাবী ছাত্রদের দিয়ে পরীক্ষা দেওয়ানো কাজ করে থাকে তারা। এরজন্য প্রতি চাকরি প্রার্থীর থেকে ৮ থেকে ১০ লাখ টাকা নিয়ে থাকেন তারা। টাকা লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের চেক ব্যবহার করে চক্রটি।
পরে আটককৃত রিয়াজ ও আল আমিন র্যাবকে জানায়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে তারা ঢাকা থেকে বরিশালে এসেছে। পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণের জন্য মাহাবুব আলম তুহিনের কাছ থেকে ৩০ হাজার করে টাকা নিয়েছেন তারা। পরীক্ষায় অংশগ্রহণের পর পরীক্ষার্থী উত্তীর্ণ হলে আরও ২ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বরিশাল কোতয়ালি মডেল থানায় র্যাব-৮ এর ডিএডি এনামুল হক বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন র্যাবের-৮ এর উপ পরিচালক মেজর জাহাঙ্গীর আলম।