জমি নিয়ে বিরোধে মা’সহ কুপিয়ে মারা হলো সপ্তম শ্রেণির ছাত্রীকে

নিহত মা রাশেদা বেগম ও তার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে জান্নাতুল ফেরদৌস
নিহত মা রাশেদা বেগম ও তার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে জান্নাতুল ফেরদৌস  © সংগৃহীত

কক্সবাজারের ইসলামাবাদে জমি নিয়ে বিরোধের জের ধরে এক মা ও তার স্কুল পড়ুয়া মেয়েকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার ইসলামাবাদের চরপাড়ায় এ হত্যকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রাশেদা বেগম (৩২) চরপাড়া এলাকার আজিজুল বাবুর্চির স্ত্রী। এছাড়া নিহত হয়েছে, তাদের মেয়ে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১৩)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান নুর ছিদ্দীক বলেন, জমির সীমানা নিয়ে ওই এলাকার জাফর আলমের ছেলে আবুল কালামের সঙ্গে আজিজুল বাবুর্চির বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত পৌনে ৮টার দিকে তাদের কথা কাটাকাটির একপর্যায়ে রাশেদা ও তার মেয়েকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। এতে ঘটনাস্থলেই রাশেদার মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পর জান্নাতুলের মৃত্যু হয়।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, পুলিশ গিয়ে ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতদের আটক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ