সাভারে স্কুলছাত্রী হত্যায় আসামির দায় স্বীকার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২০, ১২:২৮ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২০, ১২:২৮ PM
সাভারে আলোচিত স্কুলছাত্রী নীলা রায় হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি মিজানুর রহমান মিজান খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে দায় স্বীকারের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
নিহত নীলা রায় সাভার পৌর এলাকার কাজী মোকমা পাড়ার নারায়ণ রায়ের মেয়ে এবং স্থানীয় অ্যাসেড স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
গত ২০ সেপ্টেম্বর রাতে হাসপাতালে যাওয়ার সময় সাভারের পালপাড়া এলাকায় ভাইয়ের সামনে থেকে নীলাকে তুলে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেন মিজান। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় মিজানকে প্রধান আসামিসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার কর্নেল ব্রিকফিল্ডের পাশ থেকে মিজানকে আটক করে পুলিশ।
তার আগের দিন ২৪ সেপ্টেম্বর রাতে মানিকগঞ্জের চারিগ্রাম থেকে মিজানের বাবা আব্দুর রহমান ও মা নাজমুন্নাহারকে আটক করেছে সাভার র্যাব-৪। এছাড়াও ২৩ সেপ্টেম্বর সকালে মানিকগঞ্জের আরিচা থেকে সেলিম পালোয়ান নামে অপর এক আসামিকে আটক করা হয়।