কাঁদামাটিতে পড়ে থাকা নয়নকে দেখতে শত শত মানুষ (ভিডিও)
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জুলাই ২০১৯, ১২:১৩ PM , আপডেট: ০২ জুলাই ২০১৯, ১২:৩০ PM
বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত শরীফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ড। অন্য আসামিরা গ্রেফতার হলেও নয়নের হদিস না মেলায় উদ্বেগ ক্রমেই বাড়ছিল। এ নিয়ে নানা মহল থেকে বিভিন্ন ধরণের আলোচনা সমালোচনাও হচ্ছিল। তবে আজ ভোরে এক বন্দুকযুদ্ধের নিহত হয়ে সে। যা দেখতে শত শত মানুষ ঘটনাস্থলে হাজির হয়।
বরগুনার পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে রিফাত হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ডকে গ্রেফতার করতে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা নামক এলাকায় ভোর সোয়া ৪টার দিকে অভিযান চালায় পুলিশ’
পুলিশ জানিয়েছে, সেখানকার পুরাকাটা ফেরিঘাট এলাকায় নদীর ধারে অবস্থান করছিলেন নয়ন বন্ড ও তার সঙ্গীরা। এসময় সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় নয়ন বন্ড ও তার সহযোগীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে নয়ন বন্ড বাহিনী পিছু হটে। পরে ঘটনাস্থলে তল্লাশি করে নয়ন বন্ডের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করার কথা পুলিশ জানায়।
গ্রামের আজাদ নামে এক যুবক জানান, এত বড় সন্ত্রাসী আমাদের গ্রামে লুকিয়ে ছিল, ভাবাই যায় না। তবে নিহত হওয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। আজাদ আরো জানান, তখনও ঘুম ভাঙেনি, হঠাৎ মানুষের চিৎকার-চেচামেচি শুনতে থাকি। লোকজন এদিক-সেদিক দৌঁড়াদৌড়ি করছিল। পরে বিষয়টি জানতে পারি। তবে বাড়ি দূরে হওয়ায় গুলির শব্দ তিনি পাননি বলে জানান।
এদিকে নয়নকে দেখতে শত শত মানুষ ভিড় জমিয়েছিল বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা নামক এলাকায়। যা দেখে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।
সংগৃহীত